কলকাতার হাঁসফাঁস গরমে রাজস্থানের ভিজ্যুয়াল ট্রিট! সফর কেমন কাটল একেনের?
একেই কলকাতার তাপমাত্রা যে হারে বেড়েছে তাতে সকাল বা দুপুরে রাস্তায় বেরোলে এমনই মরুভূমি মার্কা ফিল পাওয়া যাচ্ছে। এবার সেই ফিলিংকে আরও জোরদার করতে একেন বাবু সমস্ত দর্শকদের রাজস্থানে নিয়ে গিয়ে ষোলোকলা পূর্ণ করলেন। চোখেও মরুভূমির দেখা মিলল…