পাহাড়ের কোলে গানে-সেতারের সুরে জমবে পয়লা বৈশাখ! সাক্ষী থাকবেন?
ধরুন পাহাড়ের কোলে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মাঝে বসে রবীন্দ্র সঙ্গীত শুনছেন। কী কেমন লাগবে? এটার পরই যদি হাম্মা হাম্মা, কিংবা কোনও একটা লোক সঙ্গীত যদি হয়? মন্দ হবে কী? পাহাড়ি বাতাসের সঙ্গে ব্যান্ডের শব্দে পয়লা বৈশাখের উদযাপন। কী শুনেই লোভ…