‘অনাথ হয়ে গেলাম’, মাতৃহারা পরিচালক সুধীর মিশ্রা! শোকবার্তা অনিল-আয়ুষ্মানদের
মা-কে হারালেন ‘হাজারো খোয়াইশে আয়সি’ পরিচালক। সোমবার নিজেই টুইট করে মায়ের মৃত্যু সংবাদ জানান পরিচালক সুধীর মিশ্র। টুইটার পোস্টে শোকস্তব্ধ পরিচালক লেখেন, ‘এবার অনাথ হয়ে গেলাম’। অনিল কাপুর, ফারহান আখতার, মনোজ বাজপেয়ী, আয়ুষ্মান খুরানা-সহ…