মুসে ওয়ালার শেষ গান ‘এসওয়াইএল’ নিয়ে সরকারের আপত্তি, ভারতে শোনা যাবে না গানটি
পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার মৃত্যুর পরে মুক্তি পায় তাঁর গান ‘এসওয়াইএল’। অতি অল্প সময়েই প্রায় ২ কোটি ৭০ লক্ষ মানুষ শুনে ফেলেন এই গান। YouTube-এ ৩৩ লক্ষ লাইকও পায় এটি। তাও মাত্র ২ দিনে। কিন্তু আপাতত ভারতের YouTube থেকে সরিয়ে ফেলা হল…