এ তো অবিকল মৃণাল! সৃজিতের ‘পদাতিক’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, চঞ্চলকে চেনা দায়
সৃজিতের ‘মৃণাল সেন’ হিসাবে দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে, সে কথা তো আগেই জানা গিয়েছিল। এবার ‘মৃণাল সেন’ হয়ে সামনে এলেন চঞ্চন। সেই চশমার ফ্রেম, তেমনই চাউনি, সিগারেট ধরবার একইরকম কায়দা- ছবি দেখতে চেনা দায় কোনটা রিয়েল…