ধাওয়ানের চোট, ফর্মে নেই লিভিংস্টোন, স্যাম কারানও- পঞ্জাব কি প্লে অফে উঠতে পারবে?
পঞ্জাব কিংসের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটার স্যাম কারান সেভাবে এখনও সফল হতে পারেননি। এই অলরাউন্ডারের ব্যাট থেকে যেমন রান আসেনি, তেমন ভাবে বল হাতেও সফল হতে পারেননি স্যাম কারান। ব্যাট হাতে সাত ম্যাচে ১৪২ রান করেছেন তাঁর স্ট্রাইক রেট ১৩৭.৮৬।…