IPL-এ তাণ্ডব চালিয়েও আক্ষেপ রাহানের, বোঝা গেল, ভারতের টেস্ট জার্সি তাঁর কত প্রিয়
টসের আগে জানতে পেরেছেন চেন্নাই তাঁকে মাঠে নামাচ্ছে মুম্বইয়ের বিরুদ্ধে। অজিঙ্কা রাহানে সুযোগের অপেক্ষায় যে ওৎ পেতে বসেছিলেন, সেটা বোঝা যায় তাঁর ব্যাটিং দেখেই। ম্যাচের শেষে রাহানে জানাতে কুণ্ঠা বোধ করেননি যে, তিনি নিজেকে প্রস্তুত রেখেছিলেন…