মৌ-ডোডোর নাচে জমজমাট ‘মেয়েবেলা’র ব়্যাপ আপ পার্টি, শেষপ্রহরে কেঁদে ভাসালেন সবাই
মাত্র পাঁচ মাসেই শেষ হচ্ছে মেয়েবেলার পথচলা। মন খারাপ করা এই খবর এখনও মেনে নিতে পারছে না অনুরাগীরা। শ্যুটিং পর্ব শেষ হয়েছে আগেই, তবে সম্প্রচার এখনও জারি। আগামী ২৩শে জুন স্টার জলসার পর্দায় সিরিয়ালের অন্তিম পর্ব টেলিকাস্ট হবে। মন ভারাক্রান্ত…