‘স্বভাবটা জেন্টাল, দিল সে সেন্টিমেন্টাল, বাট …হি ইজ মেন্টাল’, যশকে বলছেন নুসরত!
'ইয়ারিয়াঁ' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছেন। আর এবার টলিপাড়াতেও নিজের প্রযোজনা সংস্থা খুলে ফেললেন যশ দাশগুপ্ত। নিজের নাম ও পদবীর আদ্যক্ষর দিয়ে সংস্থার নাম রেখেছেন 'ওয়াইডি ফিল্মস'। এরপর রবিবারই নিজের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘মেন্টাল’-এর…