এভারটনকে হারিয়ে অক্সিজেন পেল ম্যান ইউনাইটেড,রাশফোর্ডের কুঁচকির চোটে বাড়ল চিন্তা
শুভব্রত মুখার্জি: শেষ কয়েকটি ম্যাচে ফের ফর্মে ফিরেছে এরিক টেন হাগের ছেলেরা। যার সুফল তারা পেতে শুরু করেছে প্রিমিয়র লিগে। শনিবারেই তারা এভারটনকে হারিয়ে দিল ২-০ ফলে। এই জয়ের ফলে আপাতত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে অক্সিজেন পেল।…