গুন্দোগানের জোড়া গোল, ম্যান ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জয় ম্য়াঞ্চেস্টার সিটির
প্রিমিয়ার লিগের পর এ বার এফএ কাপ চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। এই নিয়ে চলতি মরশুমে দ্বিতীয় ট্রফি জিতল সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোল হারাল পেপ গুয়ার্দিওলার দল। সিটির দু’টি গোলই করেন ইকে গুন্দোগান।…