‘ইচ্ছে করছে নেহার বিরুদ্ধে মামলা করতে’, অনুমতি না নিয়েই রিমেক, ক্ষুব্ধ ফাল্গুনী
নব্বইয়ের দশকের ছেলেমেয়েরা বড় হয়েছে ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ শুনে। ভালোবাসার প্রথম অনুভূতি বোঝাতে এর চেয়ে ভালো গান আর বোধহয় ছিল না সেই সময়। বলিউডের রিমেক ট্রেন্ডে গা ভাসিয়ে হালে এই গান গেয়েছেন নেহা কক্কর। মিউজিক ভিডিয়োতেও ধরা দিয়েছেন…