সুইমিংয়ে রেকর্ড ভাঙল মাধবন-পুত্র বেদান্ত, দেখুন কী টুইট করল অভিনেতা-বাবা
ফের একবার বাবার মুখ উজ্জ্বল করলেন অভিনেতা আর মাধবনের ছেলে সাঁতারু বেদান্ত মাধবন। রবিবার টুইটারে বেদান্তের একটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেতা। ৪৮তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকুাটিক চাম্পিয়ানশিপে রেকর্ড ভেঙেছেন তিনি। ১৫০০ মিটারের ফ্রি স্টাইলে ছেলে…