কেকের শেষ গানেই তাঁকে শ্রদ্ধার্ঘ্য, মুক্তি পেল লস্ট ছবির নতুন গান ‘মন রে’
লস্ট ছবিটি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। সেই ছবিটির একটি গান হল মন রে। কেকের গাওয়া শেষ গান হল এটি। গত বছরের ৩১ মে কলকাতার একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসে অসুস্থ হয়ে পড়েন গায়ক। এরপর কার্ডিয়াক অ্যারেস্টে সেই রাতেই তাঁর মৃত্যু হয়। লস্ট…