‘আলোচনা বন্ধ হোক…’ সুস্মিতা-ললিতের সম্পর্কে কি সম্মতি দিল বড় মেয়ে রেনে?
দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল সুস্মিতা সেনকে নিয়ে। ললিত মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের খবর সামনে আসার পর থেকেই যেন একপ্রকার মারমুখী হয়ে পড়েছে আমজনতা। অভিনেত্রীর নামের পাশে বসিয়ে দেওয়া হয়েছে ‘গোল্ড ডিগার’ ট্যাগ। এর আগে বহু তারকাই…