‘এই ছবি পুরোটা দেখলে বাঁচব কি জানি না’, সলমনকে ট্রোল করতে গিয়ে হাসির খোরাক KRK
বলিউড তারকাদের সমালোচনা করে আলোচনায় থাকেন কামাল রশিদ খান ওরফে কেআরকে। গত বছর জেলের ভাত খেয়ে এই স্বঘোষিত ফিল্ম সমালোচক শপথ নিয়েছিলেন ভাইজানের ছবির আর রিভিউ দেবেন না। কিন্তু বছর ঘুরতেই পাল্টি খেলেন কেআরকে! সলমনের ইদ রিলিজ ‘কিসি কা ভাই, কিসি…