আমিও তো জানতাম হিন্দি রাষ্ট্রভাষা! জাভেদ জাফরি কি গলা মেলালেন অজয় দেবগনের সঙ্গে?
গত সপ্তাহেই হিন্দি রাষ্ট্রভাষা কি না, তা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অজয় দেবগন আর কানাড়া অভিনেতা কিচ্চা সুদীপ। এবার সেই বিতর্কে যোগ দিলেন অভিনেতা-কমেডিয়ান জাভেদ জাফরি। জানালেন, অজয়ের মতো তিনিও এতদিন জানতেন হিন্দিই আমাদের রাষ্ট্রভাষা। …