জিতে গেল পুরনো প্রেম! ভিকিকে ছেড়ে রাতারাতি সলমনকেই বিয়ে করলেন ক্যাটরিনা?
আপাতত বলিপাড়ায় জোর চর্চা ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে। দু'জনে যে চুপিচুপি প্রেম করছেন একথা জানা থাকলেও এত জলদি তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে পারেন, সেকথা ভাবতে পারেননি অনেকেই। যদিও সূত্রের মতে, বিয়ের খবর পাকা। আর তা ডিসেম্বরেই!…