সেফ খেলছি- নিজের ছবি নির্বাচন নিয়ে নির্মোহ বিশ্লেষণ কার্তিকের
১৭ ফেব্রুয়ারি মুক্তি পেল কার্তিক আরিয়ান অভিনীত ছবি শেহজাদা। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে কার্তিক ছাড়াও কৃতিকে দেখা গিয়েছে। ২০২৩ এর এটাই প্রথম ছবি কার্তিকের। তাঁকে শেষবার ফ্রেডি ছবিতে দেখা গিয়েছিল। সেটি একটি ক্রাইম…