লন্ড্রি থেকে জামা এনে ট্যাগ খুলতে ভুলে গেলেন করণ! ফারাহ খোঁচায় বললেন, ‘ফ্যাশন’
আবার মজায় মেতে উঠেছেন করণ জোহর এবং ফারহা খান। সম্প্রতি তাঁদের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় দেখা গিয়েছে। মিউজিক কম্পোজার শেখর রাভজিয়ানির সঙ্গে তাঁরা সেখানে আছেন এখন। কিন্তু হলে কী হবে সেখানে গিয়েও তাঁরা একে অন্যকে নিয়ে মজা করতে ছাড়ছেন…