‘কভি আর কভি পার’, কোমর দুলিলে উদ্দাম নাচ লক্ষ্মী কাকিমার, দেখে হাঁ সকলে!
প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়েছেন লক্ষ্মী কাকিমা। সেরা দশে জায়গা করে নিয়ে বুঝিয়ে দিয়েছেন লম্বা রেসের ঘোড়া তিনি। সংসারের হাল একার হাতে সামলান, আবার 'লক্ষ্মী ভাণ্ডার'-এর যাবতীয় জিম্মাও তাঁর কাঁধে। প্রকৃত অর্থেই দশভূজা তিনি।…