বাড়ি ফিরতে দেরি হলে ‘ঈশানের বাবা’ যশ বকা দেয়, এখন জলদি শ্যুট শেষ করেন নুসরত
নুসরত জাহানের ছেলে সবে ২ মাস পূর্ণ করেছে। তবে, একরত্তি ঈশানকে বাড়িতে রেখেই কাজে ফিরেছেন নুসরত জাহান। ছেলের ১৩ দিন বয়স যখন, তখন প্রথম বাড়ির বাইরে পা রাখেন। তারপর তো এই সপ্তাহখানেক আগে শ্যুটের জন্য সোজা কাশ্মীর চলে যান নুসরত। তখন অবশ্য…