ম্যাচ হেরে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিল নর্থ-ইস্ট,১-০ জিতে দুইয়ে উঠে এল ওড়িশা
শুধুমাত্র গোল করার লোকের অভাবেই গোয়ার তিলক ময়দানে তিন পয়েন্ট ফেলে রেখে এল নর্থ-ইস্ট ইউনাইটেড। এ দিন ম্যাচ হারার মতোন খেলেইনি পাহাড়ের দলটি। গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেছিল খালিদ জামিলের টিম। কিন্তু একটি সুযোগও কাজে লাগাতে পারেনি…