অ্যাওয়ার্ড শোতে মুখোমুখি জয়া-রেখা, বিভেদ ভুলে একে অন্যকে জড়িয়ে ধরলেন
একটি অ্যাওয়ার্ড শোতে মুখোমুখি জয়া বচ্চন এবং রেখা। সকলকে চমকে তাঁদের এদিন একদম অন্য রূপে দেখা গেল। অনুষ্ঠানে দেখা হতেই তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরেন, উষ্ণ অভ্যর্থনা জানান। শুধু তাই নয়, বেশ কিছুক্ষণ কথাও বলেন একে অন্যের সঙ্গে। তাঁদের এই…