‘জাহ্নবী সম্পর্কে প্রথমে নিশ্চিত ছিলাম না..’, কেন বললেন ‘গুড লাক জেরি’র যশবন্ত?
সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘গুড লাক জেরি’। ছবি মুক্তির পর থেকে অনেকেই জেরি জাহ্নবীর অভিনয়ে মুগ্ধ। প্রশংসাও করেছে। বিনোদনমূলক এই ছবির কথা লোকের মুখে মুখে ঘুরছে। যাঁরা জাহ্নবীরে প্রতিভাহীব স্টার কিড ভেবেছিলেন, তাঁদের ভুল…