LSG vs RR: ব্যাটসম্যানের সঙ্গে লুকোচুরি, আম্পায়ারের আড়াল থেকে ‘বোলিং’ অশ্বিনের
কখনও বাটলারকে মানকাডিং করে আইপিএলে বিতর্ক সৃষ্টি করেছেন রবিচন্দ্রন অশ্বিন। কখনও রিটায়ার্ড আউট হয়ে চমকে দিয়েছেন সকলকে। হাফ-সেঞ্চুরি করে নজর কাড়ার মাঝেই অশ্বিনের অদ্ভুত ব্যাটিং স্টান্সও চোখ এড়ায়নি কারও। এবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে…