গৌরবের ভুরিভোজ! পাখার বাতাস-ছাপ্পান্ন ব্যঞ্জনে জামাই আপ্যায়ন দেবাশিস কুমারের
গাঁটছড়া নিয়ে এখন তুমুল ব্যস্ত গৌরব। অন্যদিকে দেবলীনা কুমারের হাতেও কিছু ছবির কাজ আছে। পাশাপাশি কলেজ তো আছেই। ফলে দুজনেই চরম ব্যস্ত। তার মধ্যেও তাঁরা দুজন জুটি বেঁধে জামাইষষ্ঠী পালন করতে গেলেন। কালো পাঞ্জাবি পরেছিলেন এদিন গৌরব। দেবলীনার…