কাবাডি টিমের মরশুম জয়, উচ্ছ্বাসে ফেটে পড়লেন, ঐশ্বর্যকে টেনে জাপটে ধরলেন অভিষেক
প্রো কাবাডি লিগে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অভিষেক বচ্চনের টিম জয়পুর পিঙ্ক প্যান্থার্স। দ্বিতীয়বার ট্রফি উঠল তাঁদের হাতে। ফাইনালে জয়পুর পিঙ্ক প্যান্থার্স দল পুনেরি পল্টনকে ৩৩-২৯ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে। জয়পুর দলের জন্য এটি…