চোটের জেরে গলফ মিস, ফেলে আসা ইয়ারপিস, তবুও অবলীলায় নিলাম ফিনিশ চারুর
সেই শনিবার দুপুরে বাড়িতেই থাকার কথা ছিল না তাঁর। কয়েক যোজন দূরে ফোন রেখে খেলতেন গলফ। কিন্তু চার মাস আগে নেপালে গিয়ে চোট পাওয়ায় গলফ খেলতে যেতে পারেননি। বাড়িতেই ছিলেন আইপিএলের ‘সুপার সাব’ নিলামকারী চারু শর্মা। সেটাই বাঁচিয়ে দিয়েছে ভারতীয়…