‘আর তথাকথিত সুন্দরী নই’, চৈতির ছবি দেখে স্মৃতিমেদুর শ্রীলেখা, দেবলীনা কী বলছেন?
অতীতের স্মৃতিচারণে ডুব দিলেন শ্রীলেখা মিত্র থেকে দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল সহ আরও অনেকেই। চৈতি ঘোষাল আজ ইন্দ্রানী হালদারের কোনও একবারের জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নস্টালজিয়ায় ভাসতে থাকেন…