পরিসংখ্যানে এগিয়ে ATKMB, ISL ফাইনালে জোর টক্কর দেবে BFC-ও, জানুন দ্বৈরথের ইতিহাস
শনিবার সন্ধ্যে সাড়ে সাতটায় গোয়ার ফতোরদায় চলতি আইএসএলের শিরোপা জয়ের লড়াই ঘিরে উন্মাদনা তুঙ্গে। মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি রীতিমতো ফুটছে। এর আগে ইন্ডিয়ান সুপার লিগে যে কয়েক বার দুই দলের দ্বৈরথ হয়েছে, প্রতি বারই তুমুল লড়াই হয়েছে তাদের…