ISL-এর সেরা কিপার হয়েও স্টিমাচের ২৩ জনের দলে নেই বিশাল, রয়েছেন ATKMB-র ২ ফুটবলার
২২ মার্চ থেকে ইম্ফলে শুরু হতে চলেছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। সেখানে ভারতের সঙ্গে অংশ নেবে মায়ানমার এবং কিরগিজ রিপাবলিক। তার আগে ১৫ মার্চ থেকে কলকাতায় শুরু হবে প্রস্তুতি শিবির। সেই শিবিরের আগে ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতের প্রধান কোচ…