রক্ষণকে শক্তিশালী করতে হীরা ও জয়নারকে দলে নিল SC ইস্টবেঙ্গল
নিজেদের রক্ষণকে আরও বেশি মজবুত করে ফেলল ইস্টবেঙ্গল। এ বার তারা সই করাল গোয়ার সেন্ট্রাল ব্যাক জয়নার লৌরেনকোকে। ২৯ বছরের এই ফুটবলার জামশেদপুর এফসি থেকে এসসি ইস্টবেঙ্গলে আসছেন। শুক্রবারই নিজেদের অফিসিয়াল পেজে লৌরেনকোর চুক্তির খবর প্রকাশ…