বিদায়! ‘উনি আর ফিরবেন না…’ শেষকৃত্যে চোখের জল বাঁধ মানল না ‘শকুনি মামা’র ভাইয়ের
শেষবেলায় কিছুটা সুস্থ হয়েছিলেন, তবে শেষরক্ষা হল না। চিরকালের জন্য সকলের থেকে বিদায় নিলেন ‘মহাভারত’-এর 'মামাশ্রী' শকুনি। সোমবার সকালে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার গুফি পেইন্টালের। এদিন সন্ধেয় আন্ধেরির এক শশ্মানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়…