শাশুড়ি হয়ে ছোটপর্দায় ফিরছেন স্বস্তিকা! ‘গুড্ডন..’-এর রিমেক ‘তোমার খোলা হাওয়া’?
জি বাংলার পর্দাতেই ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। চলতি মাসের শুরুতেই এই খবর সামনে এসেছিল। আর এবার সামনে এসে গেল স্বস্তিকার কামব্যাক সিরিয়ালের প্রোমো। শুধু তাই নয়, প্রথম প্রোমোতেই সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ জানিয়ে দিল চ্যানেল…