গান চুরির অভিযোগ তুলে কান্না জুড়েছেন বাদাম কাকু, ‘সব মিথ্যে’ পালটা গোপাল
বাদাম শব্দ মুখে আনতে পারছেন না! চুরি গিয়েছে তাঁর বাঁধা সাধের গান ‘কাঁচা বাদাম’। এমনটাই আক্ষেপ করতে শোনা গিয়েছে ভুবন বাদ্যকরকে। ‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ গেয়ে জগত জোড়া খ্যাতি পেয়েছিলেন বীরভূমের এক অখ্যাত বাদাম বিক্রেতা। তারপর তো…