গাঁটছড়া: খড়ির গালে গাল ঘষে হলুদ লাগাল ঋদ্ধি, মাখোমাখো প্রেমের দেখা কবে মিলবে?
আপাতত বাংলার ঘরে ঘরে ‘গাঁটছড়া’র রমরমা। হবে নাই বা কেন, তিন মাস ধরে TRP তালিকায় সেরার জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে এটি। ‘সিড-মিঠাই’-য়ের জায়গায় এখন দর্শকমনে ‘খড়ি-ঋদ্ধিমান’ ঘর করতে শুরু করেছে। সঙ্গে দু'জনের সেয়ানে সেয়ানে টক্করও সবার বেশ…