টিআরপি পড়ে যেতেই নতুন মোড় ‘গাঁটছড়ায়’! শুক্রবারের পর্বে টানটান উত্তেজনা
অবশেষে সত্যিটা সামনে এল। সিংহ রায় পরিবারের শত্রুদের মুখোশ খুলে দিল ঋদ্ধি-খড়ি। বিয়ের মণ্ডপে যাওয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছে অয়নার আসল চেহারা। তাড়াহুড়ো করে কুণালের সঙ্গে রেজিস্ট্রি করে ফেলতে চাইছিল সে। আর রেজিস্ট্রির কাগজপত্রের মধ্যেই লুকনো ছিল…