খড়িকে চিঠি পাঠাল ডি! টিআরপি বাড়িয়ে তুলতেই ‘গাঁটছড়া’য় বড়সড় মোড়?
খুশির মরশুম সিংহ রায় পরিবারে। ভাঙা পরিবার জোড়া লেগেছে। মিটেছে মান-অভিমানের পালা। বহু দিন পর সকলে একসঙ্গে আনন্দে মেতে উঠেছে।ভট্টাচার্য বাড়িতে দুর্গাপুজো। সেখানেই রয়েছে ঋদ্ধির পরিবারের সদস্যরা। চলছে হইহুল্লোড়, আড্ডা-খুনসুটি। ফিরে এসেছে…