এই শহরেই এক রেস্তোরাঁয় প্রেম করতে যেতাম, সেটা ছিল আমার প্রথম ভালোবাসা: শোলাঙ্কি
৩০শে জুন বড় পর্দায় ফিরছ 'ইচ্ছে নদী'র জুটি। হাতে মাত্র আর ৪ দিন। ঋতবান (বিক্রম) অনিন্দিতা (শোলাঙ্কি)র প্রেমের গল্প নিয়ে আসছে শহরের উষ্ণতম দিনে। ছবিতে বিক্রমের প্রেমে ডুব দিতে দেখা যাবে শোলাঙ্কিকে। ব্যক্তিগত জীবনেও একাধিকবার প্রেমে পড়েছেন…