তাহলে কি চার বছরের সম্পর্ক শেষ? এবার কি আর ভারতের ক্লাবে খেলবেন না রয় কৃষ্ণ?
গত কয়েক মরশুম ধরে ভারতীয় ফুটবলে নিজের আলাদা একটা জায়গা তৈরি করেছেন রয় কৃষ্ণ। গত চার বছরে নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করেছিলেন ফিজির এই ফুটবলার। এটিকে থেকে এটিকে মোহনবাগান, সেখান থেকে বেঙ্গালুরু এফসি-তে গিয়ে নিজের দুর্দান্ত পারফর্ম করে…