গালে-গাল ঘষে ভালোবাসা মাখা ‘ফাটাফাটি’ রং খেলল আবির-ঋতাভরী, চোখ কপালে অনুরাগীদের
একসঙ্গে দোলের শুভেচ্ছা জানালেন আবির চট্টোপাধ্যায় আর ঋতাভরী চক্রবর্তী। সকাল-সকাল ভালোবাসার রঙে ভরিয়ে দিলেন দুজনে সোশ্যাল মিডিয়া। কেমিস্ট্রি আপনারও চোখ টেনে যাবে।ভিডিয়োতে দেখা গেল গালে গাল ঘষে একে-অপরকে রং মাখাচ্ছেন আবির আর ঋতাভরী। বেশ একটা…