‘একদিন ওঁরা দক্ষিণী অভিনেত্রী বলে আমায় পোশাক দেননি, আজ তাঁরাই…’, সরব হনসিকা
অভিনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করেছেন অনেক অল্প বয়সেই। একসময় 'শাকা লাকা বুম বুম', 'দেশমে নিকলা হোকা চাঁদ'-এর মতো জনপ্রিয় টেলি ধারাবাহিকে শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন হনসিকা মোতওয়ানি। বড় হয়ে ২০১১ সালে ধনুশের বিপরীতে তামিল ছবিতে ডেবিউ করেন…