রান পেলেও দেখা মিলল না ফিনিশার কার্তিকের, উত্তেজক ফাইনালে ১ রানে হার যশ ধুলদের
সেমিফাইনালের মতো ফাইনালেও ব্যাট হাতে লড়াকু ইনিংস খেলেন দীনেশ কার্তিক। তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি তিনি। শেষ চারের লড়াইয়ে চিরাগ জানিরা পরিস্থিতি সামাল দেন। তবে ফাইনালে তীরে এসে তরী ডোবে কার্তিকদের। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানে হেরে…