মায়ের সঙ্গে ধুনুচি নাচ,পার্নো-অনিন্দ্যদের সঙ্গে পার্টি; জমজমাট মিমির নবমী নিশি
‘ওরে নবমী নিশি না হইও রে অবসান, শুনেছি দারুন তুমি না রাখো সতের মান’, নবমী মানেই মন ভারাক্রান্ত। মায়ের কৈলাশে ফিরে যাওয়ার পালা, আবার এক বছরের অপেক্ষা উমার ঘরে ফেরার। সারা বছরের ব্যস্ততা ভুলে পুজোর কটা দিন নিজের মতো করে সময় কাটায় বাঙালি,…