DP-তেও ধোনি বন্দনা, CSK-র দলনায়কের সামনে শ্রদ্ধায় মাথা নোয়ালেন রবীন্দ্র জাদেজা
চেন্নাইয়ের ম্যানেজমেন্ট তথা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মনোমালিন্য যে ছিল, সেটা বারে বারে বুঝিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে বরফ গলে জল হয়ে যায় সিএসকে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে।গত বছর নেতৃত্বের ব্যাটন হাতে দিয়েও তা পুনরায়…