‘একা বাবা’র লড়াইটা ‘একা মা’-এর থেকেও বেশি! ‘আয় খুকু আয়’ প্রসঙ্গে দিতিপ্রিয়া
পরিচালক শৌভিক কুণ্ডুর দ্বিতীয় ছবি ‘আয় খুকু আয়’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে এক্কেবারে ছাপোষা নিম্নবিত্ত বাবার চরিত্রে। আর তাঁর মেয়ের ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়। শীঘ্রই মুক্তি পাবে ছবির টাইটেল ট্র্যাক। পর্দার বাইরেও ‘পর্দার মেয়ে’…