বউয়ের হাতে সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আবেগী রণবীর, দীপিকাকে ভরিয়ে দিলেন চুমুতে
রূপকথার গল্পের মতোই তাঁদের প্রেম কাহিনি। বলিউডের সবচেয়ে পছন্দের জুটির অন্যতম রণবীর-দীপিকা। পর্দায় তাঁদের রসায়ন যেমন চোখ টানে, তেমনই বাস্তবেও ‘দীপবীর’-এর রসায়ন থেকে চোখ ফেরানো দায়! মঙ্গলবার ৬৭তম ফিল্মফেয়ারের আসরকে স্মরণীয় করে তুলল এই রিয়েল…