অস্কারের মঞ্চে উপস্থাপক দীপিকা, মোদীর আচ্ছে দিনের বার্তা সঙ্গে জুড়ে দিলেন বিবেক
ভারতের জন্য আরও একটি গর্বের দিন। এবারের অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে থাকবেন দীপিকা পাড়ুকোন। আকাডেমির তরফে জানানো হয়েছে অস্কার ২০২৩ -এর মঞ্চে এবার উপস্থাপক হিসেবে থাকবেন এমিলি ব্লান্ট, মাইকেল বি জর্ডান, দীপিকা পাড়ুকোন, প্রমুখ।…