‘গভীর জলের মাছ’, দেবলীনাকে ট্যাগ করে ইনস্টায় লিখল তথাগত, ফের ঝামেলা লাগল নাকি?
গত বছরের শেষটা যেন ছিলস সম্পর্ক ভাঙার প্রহর! একের পর এক তারকার বিচ্ছেদের খবর এসেছিল বলিউড-টলিউডে। তবে বাংলার যেই তারকা জুটির বিয়ে ভাঙা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল, তাঁরা হলেন তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত। যদিও আলাদা থাকা শুরু করলেও…